https://www.salimspeaking.xyz/2021/05/sense8-tv-series-review.html


Netflix প্লাটফর্মে তিনটি ডিরেক্টরের দ্বারা সাই-ফাই ড্রামা জনরার এক অন্যতম সৃষ্টির নাম Sense8 যা IMDB 8.3/10 & Rotten Tomatoes 86% and also Audience rating 4.8/5 রেটিং নিয়ে জনপ্রিয় Tv Series হিসেবে লিস্টে নাম লিখিয়েছে৷


খুব সহজে যদি বলতে যাই Sense 8 নেটফ্লিক্সের এমন এক  সৃষ্টি যার মাধ্যমে প্রকাশ পায় ৮ (আট) টি দেশের ৮ (আট) জন মানুষের একে অপরের সাথে যুক্ত থাকার গল্প। অনেকটা টেলিপ্যাথিক্যাল জিনিস বলে মনে হলেও আসলে তা না। এরা একে অপরের সাথে যোগাযোগ স্থাপন রাখতে পারে স্ব-শরীরে উপস্থিত না থেকেও। একে অপরের সাথে কথা বলা, শারীরিক ভাবে একে অপরকে অনুভব করা, একে অপরের কাজে সাহায্য করা সহ আরো অনেক অনেক একটিভিটিস। 


এই সিরিজের মূল আকর্ষণ হলো টাইমিং ঠিক রেখে একজনকে অপরজনের সাথে কানেক্টেড করে তার একটিভিটিস গুলোতে প্রভাব বিস্তার করা। দুই মিনিটের একটা ক্লিপ এর জন্য হলেও ৮ টি দেশের ৮ টি মানুষের একটু একটু করে দৃশ্য প্রদর্শন সত্যিই প্রশংসনীয় কাজ।  আপনি যখন দেখবেন আপনার মনে হবে না যে, কোথা থেকে এই জন আসলো? কেন আসলো? আবার কোথায় গেলো? এমনটা বিরক্তকর সিচুয়েশনে পড়বেন না। ডিরেক্টর খুব যত্নে গল্পটাকে এমন ভাবে সাজিয়েছে যাতে আপনি পুরো ঘটনাগুলো নিজেই বুজতে পারেন। প্রথম সিরিজের প্রথম কয়েক এপ্রিসোড গুলো বুজতে একটু অসুবিধা হলেও যখন আপনি ১০% মাথায় সেট করতে পারবেন যে কি হচ্ছে, আপনি পুরোদমে সিরিজের মধ্যে ঢুকে যাবেন৷ 


প্রথম সিজনটা একটু স্লো বলে আমার মনে হয়েছে। যদিও ৮ টি ক্যারেক্টার ডিভেলপ করতে করা প্রতিটি ক্যারেক্টার এর সম্পর্কে বিস্তারিত জানানো ক্ষেত্রে একটু সময় লাগার কথাই তবুও শর্ট করা যেতে পারতো৷ প্রথম সিজনে ১২ টি এপ্রিসোড আর প্রতিটি এপ্রিসোড গড়ে ৫০ মিনিট করে দেখাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তবে এটা বলতে পারি যখন সিরিজটাতে কি হচ্ছে বুজে যাবেন তখন আপনার সময় হারানোর ব্যাথাটি থাকবে নাহ। 


দ্বিতীয় সিজন যখন আপনি শুরু করবেন তখন  সময় কিভাবে কিভাবে চলে যাবে টের ও পাবেন না। কারন এতো এতো ইন্টারেস্টিং থিংস আর এতোটা ইঞ্জয়েবল হয়ে উঠে সিজন ২ এ এসে, কেবল সিজন ১ দেখে কল্পনাও করতে পারবেন না৷ তবে এখানে একটা বিষয় আছে। এটুকু শিওর থাকেন যে সিজন ১ না দেখলে আপনি সিজন ২ ধরতে পারবেন নাহ। আমার মনে হয় সিজন ১ এর মধ্যে বিস্তারিত ক্যারেক্টর ডেভেলপমেন্ট করা হয়েছে সিজন ২ এর চমকের জন্যই। 


এতো সময় যা পড়লেন সেখানে সিরিজের গল্প নিয়ে তেমন কিছুই আলোচনা করা হয়নি। আসলে আমার ব্যক্তিগত ভাবে যা মনে হয় একটি সিরিজ বা মুভি দেখার আগে যদি সেটার গল্প সম্পর্কে বিস্তারিত জেনেই ফেলি তাহলে মুভি দেখাতে মজা ৯৫% কমে যায়৷ আপনি কখন একটি সিরিজ দেখে পুরো উপভোগ করবেন যখন আপনি জানেন না এই মুহুর্তের পরে কি হতে চলেছে। তাই আমার রেকোমেন্ডেশন থাকবে এই যে একটা মুভি বা সিরিজ দেখার আগে স্পয়লার বিহীন রিভিউ গুলো পড়ে তারপর মুভি বা সিরিজ দেখবেন যার ফলে আপনি পুরোপুরি সিরিজটা উপভোগ কর‍তে পারবেন আর যদি থাকে সেখানে সাস্পেন্স তাহলে সেগুলো খন্ড করার মজাই আলাদা। 



তবে স্পয়লার বিহীন যদি হাল্কা গল্পটা ধরিয়ে দেই তাহলে হয়তো আরেকটু ইন্টারেস্ট পাবেন সিরিজের উপর। আচ্ছা বলি তাহলে। ৮ টি দেশর ৮ টি মানুষ। এখানে রয়েছে ৮ রকমের প্রোফেশনাল। একজন পুলিশ, একজন অভিনেতা, একজন বক্সিং ফাইটার, একজন হ্যাকার, একজন ঔষধ কোম্পানি কর্মচারী, একজন বাস ড্রাইভার, একজন DJ, আরেকজন আছে যে কিনা বিভিন্ন জিনিস আনকোড করে ডাকাতি করে মাফিয়া টাইপ পরিবার থেকে এসেছে। তারা মূলত একে অপরের সাথে মানসিক ভাবে কমিউনিকেশন করতে পারে। কোনো এক কারনে তারা কানেক্টেড, এখন সেটা কিভাবে এটা বললে একটা সাস্পেন্স কমে যাবে তাই বলছি না, যখন দেখবেন তখন এমনিতেই বুজতে পারবেন। প্রথমত তাদের কানেক্টেড হওয়ার বিষয়টা তাদের কাছেও অদ্ভুত মনে হয় যা পরবর্তীতে একে অপরের সাথে একে একে পরিচয় হয়ে অদ্ভুত ভাবটা কাটিয়ে উঠে আর একে উপরের প্রয়োজনে সহায়ক হতে পারে। সিজন ১ এ তারা এক এক করে সবার সাথে পরিচিত হয় শেষের কয়েকটি এপ্রিসোডে একসাথে মিলিত হয় সবাই। আর সিজন ২ এ প্রায় অনেক গুলো এপ্রিসোডে সশরীরে একসাথে থাকে সবাই। যা হয়ে উঠে এক দারুন উপভোগ্য বস্তু৷ সিরিজটি দেখলে আপনার সময় বিফলে যাবে না এটুকু বলতে পারি। 



যদি ক্যারেক্টার গুলার ব্যক্তিগত আচরণ বা প্রকৃতি নিয়ে বলি তাহলে আরেকটু ভালো হয়। আচ্ছা সিরিয়ালে ৮ জনকে নিয়েই বলছি:


Will: শিকাগোর পুলিশ অফিসার। প্রয়োজনের চেয়ে বেশি দায়িত্ব নিয়ে ধরা খাওয়া যার অভ্যাস। মারাত্মক হ্যান্ডসাম, বুদ্ধিমান প্রেমিক।  


এবিলিটিঃ অস্ত্র চালানোয় পারদর্শী, নিমিষের মধ্য হাতকড়া, লক খুলতে পারা, আর খালি সরকারি ডাটাবেজ হাতাহাতি করে! 


Riely:  ইনি হচ্ছেন আইসল্যান্ডের ডিজে। ডিজে তো তাই একটু নেশাপানি করতো যথেষ্ট পরিমানের সুন্দরী, কিউট, শর্ট হেয়ার ওয়ালা আইসল্যান্ডের আইস্ক্রিম !! এনার সাথে হ্যান্ডসাম বয় will এর প্রেম হয়ে যায়৷ অপ্স স্পয়লার দিয়ে ফেললাম। হাহাহা, ভয়েস কিছু নেই এটা হাইলাইট করাই। 


Capheus:  কেনিয়ার বাস ড্রাইভার এবং মায়ের জন্য সব কিছু করা মা পাগল একটি ছেলে। মোটিভেশন দিয়ে জনগণ কে পানি খাওয়ায় যেহেতু ওদের এরিয়াতে পানি সংকট ! 


Sun-Bak : করিয়ান বিজনেস-ওমেন সাথে বক্সিং ফাইটার। মারাত্মক ফাইটিং স্কিল, ফোকাস করার ক্ষমতা।  আবেগ কন্ট্রোল সব দিক দিয়ে মনে দাগ কেটে যাওয়া একটা ক্যারেক্টার। পরিবারের জন্য মানুষ কি করতে পারে তার নমুনা।


Lito Rodriguez :  মেক্সিকো সিটির একজন বিখ্যাত স্প্যানিস এক্টর ও মিথ্যা কথা বলায় পারদর্শী ব্যক্তি। শত রমণীর প্রানের হ্যান্ডসাম নায়ক আদতে একটা মার্কামারা গে !! সেন্স ৮ সিরিজের কিছু হেটার হয়েছে লোকটার হোমোসেক্সুয়াল কাজ কর্মের জন্য । 


Kala Dandekar :  মুম্বাইয়ের প্রতিষ্ঠিত একজন মহিলা ফার্মাসিস্ট। ইন্ডিয়ার ধর্মীয় সংস্কৃতি, ধনীর দুলালদের পারিবারিক ফাঁকফোকর তুলে ধরা গেছে এই ক্যারেক্টারটার কারনে। খুবই কিউট এবং মিষ্টিভাষী একটা মেয়ে। রাসায়নিক দ্রব্যাদি , মেডিসিন এবং বিস্ফোরক বানাতে পটু!  

  

Wolfgang:  জার্মান মাফিয়া পরিবারের সন্তান। আমার সব থেকে সব থেকে বেস্ট ফ্যাভ একটা এক্টর। Badass, Gunshot skills, Safe craker,fist  fighting skills with boldness !  সব থেকে কানেক্ট হয়েছি তার সাথে। তার Arrogance and Attitude দেখে মুগ্ধ হয়ে যাবেন !!  আমি সেন্সেট হলে তারই প্রতিচ্ছবি হতাম। 


Nomi  Marks:  ইনি হলেন সেন্স ৮ ক্লাস্টারের দ্বিতীয় সমকামী সদস্য।এতো ধনী পরিবারের মেয়ে সন্তান কিন্তু সে ট্রান্সজেন্ডার হওয়ার কারনে ঘর থেকে একপ্রকার ত্যাজ্য। তার আছে ভয়াবহ কম্পিউটার হ্যাকিং স্কিল, গম্ভীর ভয়েস, পরোপকারি মনোভাব এবং তার জানের থেকে বেশি প্রিয় একটা গার্লফ্রেন্ড। এদের রোমান্টিক সিন লিটো-হারনান্দোকেও হার মানাইছে।


বলে রাখা ভালো এটিতে অনেকখানি এডাল্ট সিন আছে যা বাচ্চাদের দেখা ঠিক হবে না। কারন ওয়েস্টার্ন সোসাইটির সাথে মিল রেখে সিরিজে সুইটা ক্যারেক্টর রয়েছে লেসবিয়ান ও গে আর বাকিরা স্বাভাবিক। তবে যারা GOT দেখে অভ্যস্ত তাদের কাছে এটি পানিভাত মনে হবে৷ 


দুইটা সিজন বাদেও একটি স্পেশাল এপ্রিসোড রয়েছে ক্রিসমাস উপলক্ষে। সেটাই দেখার মত এপ্রিসোড। আমার মনে হয় এরুপ এক সিরিজ যা অনায়াসে আরো দুই তিনটি সিজন করাই যেত তা কেবল ২ সিজনেই সমাপ্ত ঘটা অনেকের মানতে কষ্ট লাগবে। তবে দেরি না করে এই দারুন সিরিজটি দেখে নেয়াই বুদ্ধিমানের কাজ হবে৷ নেটফ্লিক্সে পেয়ে যাবেন সিরিজটি। আর যদি ডাউনলোড করতে চান তাহলে MLWBD.COM এই ওয়েবসাইট এ পেয়ে যাবেন।


সব সময় মুভি ও সিরিজ বিষয়ক আপডেট ও মুভি বা সিরিজের ডাউনলোড লিংক পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমার ফেসবুক পেজে। ধন্যবাদ।


FAQ 1: How many seasons of Sense8 ? 


Answer : Total 2 seasons with a Special episode 


FAQ 2: How many Episode in Sense8 season 1? 


Answer : Total 12 Episode in Sense8 season 1 and each episode runtime around 50 minutes. 


FAQ 3: How many episode in Sense8 season 2? 


Answer : Total 12 Episode in Sense8 season 2 and each episode runtime around 50 minutes.



Post a Comment

Previous Post Next Post