https://www.salimspeaking.xyz/2021/05/watch-movies-with-family.html



Weekends holiday, ভাবছেন ফ্যামিলির সাথে সময় কাটাবেন দারুন কিছু Movie দেখার মাধ্যমে? বস, আপনি ঠিক সঠিক স্থানেই আছেন। আজ আমি এমন সব movie review করবো যা আপনার এই সময় এবং সস্থি দুইটাই হাই লেভেলে নিয়ে যাবে৷

ফ্যামিলির ( family ) সাথে মুভি দেখতে বসার পূর্ব শর্ত হলো একটা ফ্রেস টাইপ মুভি যার মধ্যে থাকবেনা কোনো আপত্তিকর দৃশ্য। না হলে ধরুন আপনি একটা মুভি দেখতে বসছেন আপনার ফ্যামিলির সাথে, মুভির চলাকালীন এমন কিছু সেন্সিটিভ ( sensitive ) দৃশ্য চলে আসলো যার কারনে প্রচন্ড পরিমানের লজ্জায় পরে যেতে পারেন৷ তার উপর যদি হয় Foreign Industries Movie...  উফফ খুব বিভ্রান্তমূলক পরিস্থিতি। ব্রো প্যারা নাই চিল, আজ এমন কিছু movie নিয়ে বলবো যেগুলা দেখতে পারবেন এসব চিন্তা থেকে মুক্ত হয়ে। থাকছে বিভিন্ন জনরার মুভি। চলুন দেখে নেয়া যাক মুভি লিস্ট আর শর্ট রিভিউ।


The pursuit of Happiness


বাবার সাথে মুভি দেখছেন?  বাবাকে ভালোবাসেন?  ভাই এটা দেশে ভালোবাসা ও রেসপেক্ট দুইটাই আরো বেড়ে যাবে। এটা মোটিভেশান জনরায় ও রাখা যায়। একটা হাড় না মানার গল্প। লাইফে বাধা আসে আর আসবেই প্রয়োজন সেটাকে কেয়ার না করে সামনের দিকে মুভ অন করার। আর এই মুভিটায় তেমন কিছুই আছে। দরিদ্রের কারনে মা যখন ছেলে স্বামীকে ছেড়ে যায় তখন বাবা তার ছেলে সন্তানকে নিয়ে কিভাবে মুভ অন করে তেমন লেভেলের এক অসাধারণ মুভি এটি। মিস করবেন না।

Miracle in cell no 7


কেউ যদি আমার কাছ থেকে ইমোশনাল জনরার মুভি সাজেশন চায় আমি সবার আগে এই মুভিটি সাজেস্ট করি কারন এই মুভি দেখে কাদে নি এমন মানুষ ডায়নাসোরের মতই বিলুপ্ত। উপরের মুভিটা ছিলো ছেলে আর বাবার। আর এটা হলো একটা মেয়ে ও বাবার ভালোবাসা। কোরিয়ান মুভি গুলো কতটা দারুন যারা রেগুলার মুভি দেখে তারা জানে। আর এটা কোরিয়ান ফ্লিম ইন্ড্রাস্টির মাস্টারপিস। জাস্ট দেখতে বসে যান, এটার গল্প আপনাকে হাসাবে, কাদাবে, ইমোশনাল করে দিবে।

The Truman Show


ছোট একটা কথায় এই মুভির ধারনাটা দিবো। টিভিতে একটা শো গত দুই যুগ ধরে চলছে দিন রাত ২৪ ঘন্টা ননস্টপ যার নাম " the truman show " ধরুন আপনাকে কেউ বললো " আপনার জম্ম থেকে শুরু করে এখন অব্দি আপনি লাইফে যা করেছেন যা হয়েছেন বা যা ভবিষ্যতে করবেন তা সব মিথ্যা? পূর্বের প্লান করা সব? হ্যা ধর্মীয় বিশ্বাস থেকে জানা যায় আল্লাহ আমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে সব আগে থেকেই। কিন্তু এখানে সেটার কথা বলা হচ্ছে না। আপনার আশেপাশে সবই কৃত্রিম? আমার মনে হয় না আপনি কোনোদিন তা বিশ্বাস করবেন। আর আপনার মতই এই মুভির মেইন ক্যারেক্টর ও বিশ্বাস করে নি "

তো আসলে সত্যি টা কি?  আসলেই মিথ্যা সব বানানো?  নাকি এটা কেবল ধারনাই?  আর যদি সত্যি হয় সেটা কিভাবে সম্ভব? এর কি সত্যিই কোনো ব্যাখ্যা রয়েছে?  এমন চাইলে আরো অনেক প্রশ্ন করা যাবে। যখন আপনি এই মুভি দেখবেন এমন শত প্রশ্ন মাথায় ঘুড়বে আর একটা একটা করে ঝট খুলে যাবে। শুরু থেকে শেষ অব্দি উপভোগ করার কত মুভি এটা।


A separation


ইরানের কালজয়ী মুভি বললে মোটেও ভুল হবে না৷ নাম থেকে বুজতেই পারছেন বিচ্ছিন্ন হওয়া নিয়ে গল্প। পৃথিবীর সব চেয়ে খারাপ জিনিসটাই হয়তো তালাক। যা কিনা অনেক গুলো জীবনকে নষ্ট করে দেয়। বেশি প্রভাব ফেলে সন্তানের উপর। অবুজ বাচ্চা সন্তানকে যখন সিদ্ধান্ত নিতে হয় বাবার সাথে থাকবো নাকি মায়ের সাথে?  সেটা খুবই বিভ্রান্তিকর একটা সিচুয়েশনে পরিনত হয়। ফ্যামিলিগত ভাবেই দেখা উচিত এই মুভিটি কারন তাহলে একটু হলেও বুজতে পারবে সবাই যে বিচ্ছিন্নই সমাধান না এটা একটা নতুন সমস্যা ( তবে সব ক্ষেত্রে নয়, কিছু ভিন্নতা সব স্থানেই থাকে, অবস্থা বুজে ব্যবস্থা ) মাস্ট ওয়াচ মুভি। 


The Mask


আমি ছোট বেলায় সিডি প্লেয়ারে এই মুভিটি দেখেছিলাম বাংলা ডাবিংয়ে। সেই ছোট বেলা থেকে এখন অব্দিও পছন্দের লিস্টের মুভি এটা। ফ্যামিলির সাথে দেখার জন্য একেবারে পারফেক্ট যদি সময়টা হাসিখুশি ভাবে কাটাতে চান। কারন এই মুভিটা আপনাকে প্রচুর পরিমানে হাসাবে। নোট : নাম দেখে আবার করোনা কালীন মাস্ক এর কথা মনে করিয়েন না। ইহা এক জাদুকরী মাস্ক। যেটা নিয়ে মনে মনে ভাববেন আমার কাছে যদি থাকতো?  কি কি করতাম?


Parasite


এই মুভি আপনাকে প্রচুর থ্রিল দিতে যাচ্ছে। ভাবাতে যাচ্ছে৷ বাস্তবতা শেখাতে যাচ্ছে। কোরিয়ান ফ্লিম ইন্ড্রাস্টির এক পরিচিত নাম Bong Jong Hoo এর অসাধারণ এক সৃষ্টি প্যারা সাইট যা কিনা প্রথম বারের মত ফরেন ল্যঙ্গুয়েজ থেকে বেস্ট ফ্লিম হিসেবে অস্কার পেয়েছে। এবার বুজে নিন এই মুভিতে কি পাবেন। এটা নিয়ে সত্যি বলতে শট করে রিভিউ লিখা অসম্ভব কারন এতো এতো ডিপ মিনিং এর মুভি যা বলে শেষ করা যাবে না। এটাও ফ্যামিলির ( ফ্রেন্ড কাজিন, ভাই, বোন, বা সমবয়সী যাদের সাথে মানসিক ভাবে ফ্রি আপনি ) সাথে দেখতে পারবেব তবে একবার আগে একবার নিজে দেখে নিলে খুব থ্রিল পাবেন আর একটু সতর্ক ও হতে পারবেন কারন it's korean film bro. একটু বেশিই কড়া।


The six sense


নামেই বোঝা যাচ্ছে কি হতে যাচ্ছে আসলে। মানুষকে সিক্স সেন্স আসলে একটা দারুন জিনিস তবে যাদের এই সেন্স টা খুব সচল তারাও খুব দারুন মানুষ। এখানে একটি বাচ্চার সিক্স সেন্সের কাহিনি তুলে ধরা হয়েছে। অনেকটা horror এর সাথে thriller মিক্স করে যেই ফিলটা পাওয়া যায় ঠিক তেমনই ফিলটা পাবেন এই মুভি দেখে। আর যদি আপনি হোন কোনো চিন্তাশীল পরিবার থেকে আর নতুন কিছু শেখাতে আগ্রহী তাহলে its so much perfect for you.


Jurassic Park


ইয়েস, এটা বাচ্চা বড় সবারই খুব প্রিয়। জীব যন্তু প্রানীর অস্তিত্ব যদি উপভোগ করেন তাহলে দেখতে বসে যান এটার বেশ কয়েকটি পার্ট আছে তবে প্রথমটা থেকেই দেখা শুরু করুন। ধরুন বাচ্চাদের সাথে দেখবেন মুভি তাহলে আমি বলছি আর ভাবার দরকার নেই জাস্ট বসে পড়ুন। আবার এমনটা ভাববেন না যে বাচ্চাদের ভালো লাগা মুভি আপনার ভালো লাগবে তো?  বস এটা হলিউড এর ক্রিয়েশন ভালো না লেগে যাবে কোথায়।


Sherlock Holmes


এটা জাস্ট একটা ভালোবাসা। শার্লক এমন একটা চরিত্র যার কোনো হেটার্স নেই। শার্লককে চেনে না এমন মানু্ষ কমই আছে শার্লক হোমস এর বই গুলো যেনো সব সময়ের সঙ্গি। ডিটেক্টিভ টাইপ মুভি ভাল্লাগে?  এটা হবে বেস্ট। একচুয়েলি শার্লক হোমস এর সিরিজ রয়েছে, মুভি রয়েছে। আপনি যেটা দিয়েই শুরু করেন না কেন দারুন উপভোগ করবেন এমন জিনিস এটা কারন সব গুলোই বই এর গল্পের আলোকে রচিত। বই এর মত করে সেই লেভেলের দারুণ অনুভূতি না দিতে পারলেও অনেকটাই মন ছুয়ে যাবে।


A quiet Place


শিশশশসস.. কোনো শব্দ হবে না, কথা বলার পরিমান মৃত্যু। ফ্যামিলির সাথে মুভি দেখবেন? তাহলে একটা ফ্যামিলির কাহিনি হলে খুব জোশ হয়ে উঠে ব্যাপারটা তার উপর আরো জোশ হয়ে উঠবে যদি একটু হরোর টাইপ কিছু দেখতে চান। চোখ সরাতে পারবেন না এটা শিওর বলতে পারি। কারন চোখের পলকে ঘটে যাবে অনেক কিছুই। কাহিনি হলো পৃথিবীতে নতুন এক ধরনের পৈচাশিক প্রাণীর দেখা মিলেছে যারা বলতে পারেনা দেখতে পারে না জাস্ট শ্রবণ শক্তি প্রখর। হাল্কা একটু শব্দ শুনলেই সেই ব্যক্তিকে চিবিয়ে খেয়ে ফেলে নিমিশেই। সেই সিচুয়েশনে একটা পরিবারকে কেন্দ্র করে এই গল্প। শেষ পর্যন্ত কি শব্দ করা ছাড়া থাকতে পারে?  কেমন হয় তাদের নিরব লড়াই? নাকি বাকি সবার মত তাদেরও.... খুব থ্রিলের ফিল পাবেন এটাতে সঙে হরোর তো আছেই। দেখতে পারেন, একাধিক মুভি আছে তবে প্রথম থেকেই শুরু করিয়েন৷

ইতিকথা

তো এই ছিলো ফ্যামিলির সাথে সময় কাটাতে উপভোগ করার মত বাছাই করা মুভি লিস্ট বিভিন্ন জনরার৷ পরবর্তীতে এরুপ আরো সাজেশন পাবেন তার জন্য নোটিফিকেশন অন করুন ব্লগটির অথবা যুক্ত থাকুন ফেসবুক পেজের সাথে। হ্যাভ এ গুড ডে। হ্যাপি ওয়াচিং।

Post a Comment

Previous Post Next Post