ফ্রিল্যান্সিং ডাটা এন্ট্রি জব || ডাটা এন্ট্রির শিখুন, ঘড়ে বসে আয় করুন

বর্তমান সময়ে ডাটা এন্ট্রি (Data Entry) অত্যন্ত জনপ্রিয় ও লাভজনক একটি আর্নিং সোর্স হিসেবে বিবেচনা করা হয় ৷ ডাটা এন্ট্রি কাজের মাধ্যমে বেশ ভালো পরিমান অর্থ উপার্জন করা যায় ৷ দিন দিন তাই সমগ্র বিশ্বে ডাটা এন্ট্রি কাজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে ৷


ডাটা এন্ট্রির কাজ বিস্তারিত


ডাটা (Data) দ্বারা মূলত তথ্য বা উপাত্ত আর এন্ট্রি (Entry) দ্বারা সংরক্ষণ বা লিপিবদ্ধ করাকে বোঝায় ৷ ডাটা এন্ট্রি (Data Entry) দ্বারা তাই কোন তথ্য বা উপাত্তকে সংরক্ষণ বা লিপিবদ্ধকরণ বোঝায় ৷ মূলত কম্পিউটার বা এন্ড্রয়েড ব্যবহার করে কোন তথ্য সংগ্রহ করে তা নির্দিষ্ট ফরম্যাট বা ফাইলে সংরক্ষণ করা হয় ৷ 

কারা করতে পারবে ডাটা এন্ট্রির কাজ ? 

ডাটা এন্ট্রি (Data Entry) এর কাজ কম্পিউটার ব্যবহার করতে পারে, এরকম সকলেই করতে পারবে ৷ তবে, অনলাইনে কাজ করতে ইন্টারনেট সংযোগসহ এন্ড্রয়েড হ্যান্ডসেট অথবা ল্যাপটপ/ডেক্সটপ থাকতে হবে ৷

ডাটা এন্ট্রি কাজে কোনো সার্টিফিকেট লাগবে ?

এর উত্তর হচ্ছে হ্যাঁ এবং না ! প্রতিষ্ঠান ও ব্যক্তি তার ইচ্ছা ও চাহিদা অনুযায়ী ডাটা এন্ট্রি কাজের জন্য লোক নিয়ে থাকে ৷ সাধারণত অফিস-আদালতে ডাটা এন্ট্রির কাজ করতে কম্পিউটার চালনায় পারদর্শী হিসেবে, স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সার্টিফিকেট দেখাতে হয় ৷ তবে অনলাইনে এরকমটা নেই ৷ অনলাইনে পূর্বের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হলেও নতুনরাও সম্মানজনক কাজ পেয়ে থাকে ৷ 

অনলাইনে ডাটা এন্ট্রির কাজ পাওয়া যাবে ?

প্রশ্ন যদি উঠে অনলাইনে ডাটা এন্ট্রি করতে চাইলে করা যাবে কিনা তাহলে বলবো : হ্যাঁ ! অনলাইনে ডাটা এন্ট্রি করা যাবে ৷ ফ্রিল্যান্স হিসেবে এধরনের কাজ করা যায় ৷ 

বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে যেখানে ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায় ৷ এরমধ্যে ওডেস্ক (www.ODesk.com), গেট এ ফ্রীল্যান্সার (www.GetAFreelancer.com), স্ক্রিপ্টলেন্স (www.Schriplense.com) অন্যতম ৷ 


ডাটা এন্ট্রি কাজের ধরন ও ব্যাখ্যা


সাধারণত সবচেয়ে কমন কাজ হচ্ছে ক্যাপচা পূরণ করা ৷ ক্যাপচা হিসেবে ছবি বা নানা ধরনের সংখ্যা থাকে ৷ এছাড়াও নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে বিভিন্ন ধরণের ফাইল,ছবি বা আর্টিকেল পোস্ট করা, ইন্টারনেট ঘেটে তথ্য সংগ্রহ করে তা নির্দিষ্ট একটি ফাইলে সংরক্ষণ করা, কোন অডিট/ভিডিও ফাইল শুনে টাইপ করে এর প্রতিলিপি তৈরি করা, ইত্যাদি  ৷ 

বেশ কিছু ওয়েবসাইটে দেওয়া অনলাইনে ডাটা  এন্ট্রি কাজের বিবরণ অনুযায়ী আমরা একটি লিস্ট তৈরি করেছি ৷ সবচেয়ে বেশি যে ধরনের ডাটা এন্ট্রির কাজ দেওয়া হয়েছে তা তুলে ধরা হলো :

ক্যাপচা এন্ট্রি :

ক্যাপচা এন্ট্রির কাজ এর জন্য প্রচুর বিজ্ঞাপন দেওয়া হয় ৷ কমপক্ষে ১০০০ করে ক্যাপচা পূরণ করতে হয় ৷ যার জন্য ১ থেকে ৫ ডলার পর্যন্ত অফার করা হয় ৷ কোন ক্যাপচা ভুল হলে তা বাতিল গণ্য করা হয় এবং সেজন্য কোন টাকা পাওয়া যায়না ৷

ভিডিও দেখে ডাটা টাইপ : 


বায়ার ডাটা এন্ট্রি করার জন্য কোন ভিডিও ইমেইলে পাঠিয়ে দেয় অথবা লিঙ্ক দেয় ৷ সেই ভিডিও এর কথোপকথন, লেকচার হুবহু এন্ট্রি করতে হয় ৷ অথবা নির্দিষ্ট কিছু টপিকের কথোপকথন বা লেকচার এন্ট্রি করতে হয় ৷

 কপি পেস্ট : 


ডাটা এন্ট্রির সবথেকে সহজ কাজ হচ্ছে কপি পেস্ট এর কাজ ৷ মূলত কোন তথ্য, আর্টিকেল কোথাও থেকে কপি করে ইমেইল,ওয়েবসাইট বা বায়ারের চাহিদা অনুসারে পেস্ট করতে হয় ৷ 

অনলাইনে ডাটা এন্ট্রি করে কেমন আয় করা সম্ভব ?

অনলাইনে ডাটা এন্ট্রি আর্থিকভাবে বেশ লাভজনক ৷ এর মাধ্যমে আর্থিকভাবে সচ্ছলতা লাভ করা যায় ৷ ফ্রিল্যান্সিং এর মধ্যে অন্যতম হচ্ছে ডাটা এন্ট্রি ৷ কাজের উপর নির্ভর করে অনলাইনে ডাটা এন্ট্রি করে মাসে একশো থেকে হাজার ডলার পর্যন্ত আয় করা সম্ভব ৷ 

কাজ করে টাকা পাওয়া যাবে কিভাবে ?

অনলাইনে ফ্রিল্যান্সিং কাজের শুরুতেই বলে দেওয়া হয় কিভাবে টাকা পাঠানো হবে ৷ সাধারণত টাকা পাওয়া যাবে ব্যাংক একাউন্টে ৷ এছাড়াও Payoneer, PayPal ইত্যাদি ডিজিটাল ক্যারেন্সি এর মাধ্যমেও অর্থ লেনদেন করা হয় ৷ ভার্চুয়াল মাস্টার কার্ড ব্যবহার করেও টাকা তোলা যায় ৷ 

অনলাইনে ডাটা এন্ট্রি কাজের ক্ষেত্রে সতর্কতা  

বিভিন্ন ওয়েবসাইট বা ব্যক্তি ডাটা এন্ট্রি কাজ দেবার কথা বলে আগেই কিছু অর্থ নানা কারনে জমা রাখতে বা জমা দিতে বলতে পারে ৷ এসকল ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত ৷ পূর্বে টাকা দিয়ে অনেকেই ধরা খেয়ে যায় ৷ এজন্য আগেই টাকা জমা দিয়ে কাজ না করাই উত্তম ৷

উল্লেখিত ওয়েবসাইট গুলো বিশ্বস্ত। কোন টাকা জমা না রেখে কাজের বিনিময়ে অর্থ পেতে পারবেন। 



Post a Comment

Previous Post Next Post