Aliexpress কি?
Aliexpress একটা ই-কমার্স প্লাটফর্ম যেখানে পন্য কেনা বেচা করা হয়। এটি চায়নার একটি প্রতিষ্ঠান যেটি পুরো বিশ্বজুড়ে ব্যবসায় চালিয়ে যাচ্ছে। Aliexpress এর একটা বিশেষত এই যে Aliexpress থেকে অন্যান্য ই-কমার্স সাইট গুলোর তুলনায় কম মূল্যে পন্য কেনা যায়। আর আজ আপনাদের শেখাবো এক টাকায় কেনাকাটা Aliexpress থেকে।
আপনি নিশ্চিত দেশীয় ই-কমার্স সাইট Daraz, Evaly সম্পর্কে জানেন বা শুনেছেন। Aliexpress ও ঠিক সেরকম একটা ই-কমার্স, তবে এটা ওয়াল্ড ওয়াইড। যদিও দারাজ ও আলিবাবার একটি প্রতিষ্ঠান তবুও এর বিস্তার দুই একটি দেশ জুরে তবে Aliexpress এক্ষেত্রে আলাদা। এদের ব্যবসায় চলে সারা পৃথিবীতে।
Aliexpress এ ১ টাকায় পন্য কেনাকাটার নিয়ম
Aliexpress তাদের প্রতিটি নিউ ইউজার এর জন্য একটি ( মাঝে মাঝে একাধিক ) ভাউচার দিয়ে থাকে। তো সেসব ভাউচার গুলোর মধ্যে একটি হলো $0.1 খরচ করে কেনাকাটা। মানে এই যে আপনি নির্ধারিত অর্থ (সাধারনত $1 - $2) এর মধ্যে যেকোনো পন্য কিনতে গেলে আপনাকে পে করতে হবে $0.1 বা এক সেন্ট। যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দারায় ৮৫ পয়সা [ ডলারের মূল্য উঠা নামা এর উপর ভিত্তি করবে ] তাই সোজা কথায় বলা হয় ১ টাকা।
এবার চলুন দেখে নেয়া যাক কি কি পন্য পাবেন এক টাকা দিয়ে কেনার জন্য। তার জন্য আপনি চাইলে নিউ ইউজার হয়ে অ্যাপ এর মধ্যে বিধ্যমান অপশন থেকেও দেখতে পারেন অথবা এই লিংক এ ক্লিক করেও দেখতে পারেন।
একটি ভাউচার কতবার ব্যবহার করা যাবে?
একটি ভাউচার কেবল মাত্র একবারেই ব্যবহার করা যাবে। আপনি যদি নিউ ইউজার ভাউচার ইউস করে ফেলেন একটি পন্যে আপনি আর ব্যবহার করতে পারবেন নাহ। তবে কিছু কথা রয়েই যাচ্ছে তা হলো, আপনি একটি ভাউচার ব্যবহার করতে পারবেন একটি একাউন্ট থেকে৷ এবার যদি আপনি একাধিক একাউন্ট করে নেন তাহলে আপনার একাধিক নিউ ইউজার ভাউচার হয়ে যাচ্ছে আর আপনি কিনতে পারছেন একাধিক পন্য। কিন্তু সমস্যাটি সৃষ্টি হবে তখনই যখন আপনি একটি অ্যাপ দিয়ে একাধিক একাউন্টে লগিন করতে যাবেন। কারন Aliexpress এক জনের একাধিক একাউন্ট গ্রহন করে নাহ। তাহলে করনীয়? বলছি !!
Aliexpress এ একাধিক একাউন্ট খোলার উপায়
দেখুন, আলিএক্সপ্রেসে একাউন্ট খুলতে হয় নাম্বার বা ইমেইল ব্যবহার করা হয়, আপনি চাইলে ফেসবুক এর মাধ্যমেও একাউন্ট খুলতে পারেন। তবে একাধিক একাউন্ট তৈরি করার ক্ষেত্রে কি প্রতিবার নতুন নতুন জিমেইল তৈরি করা সম্ভব? সম্ভব তবে কষ্টকর। আমরা সহজে সমাধানে আসি। তাহলে কি করবেন? এক্ষেত্রে আপনি Temp Mail এর সাহায্যে একাউন্ট খুলতে পারবেন। কি ভাবছেন? Temp mail দিয়ে অর্ডার করবো পন্য কি সেভ ভাবে হাতে পাবো? চিন্তার কারন নেই। পন্য পাওয়ার সাথে Temp Mail বা একাউন্ট এর সম্পৃক্ততা তেমন একটা নেই আপনি যদি ডেলিভারির প্রসেস টা সঠিক ভাবে সেট করতে পারেন তাহলে পন্য আপনি পাবেনই।
আপনার কাজ কিন্তু Temp Mail থেকে একাউন্ট খোলা, ১ টাকায় পন্য অর্ডার করা আর ভুলে যাওয়া। যখন আপনারা সিলেক্ট করা ডাকঘরে পন্য এসে পড়বে, তখন আপনাকে কল করে জানানো হবে। এখন প্রশ্ন জাগছে ডাকঘর কেনো? কারন আলিএক্সপ্রেস এর সকল ডেলিভারি হয় ডাকঘরের মাধ্যমে। ডাকঘরে এখন আর চিঠি না আসলেও পন্য ঠিকই আসে। তো চিন্তার কোনো বিষয় নেই আপনার এড়িয়ার ডাকঘর আর পোস্ট কোড টা জেনে রাখুন।
Aliexpress এ পন্য অর্ডার করবেন কিভাবে?
১. অর্ডার করার নিয়ম সাধারনই। আপনাকে অ্যাপ অথবা ওয়েবসাইট এ লগিন করতে হবে।
২. পছন্দকৃত পন্যটি কার্টে ( cart ) যুক্ত করতে হবে।
৩. কার্ট থেকে পন্যটি Buy Now তে ক্লিক করতে হবে। এক্ষেত্রে ভাউচার অটোমেটিক ভাবে এড হয়ে যাবে। আপনার সামনে ভাউচার বাদ পেমেন্ট করার মূল্য প্রদর্শিত হবে।
৪. পেমেন্ট অপশন সিলেক্ট করতে হবে৷ পেমেন্টের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷ এক্ষেত্রে পেমেন্ট করতে হবে ডলারে। আপনার কাছে মাস্টারকার্ড থাকলে সেটা দিয়ে পে করতে পারেন আর না থাকলে Webmoney এর মাধ্যমে প্রেমেন্ট করতে পারেন। এটি নিয়ে নিচে বিস্তারিত লিখা রয়েছে।
৫. পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে আপনাকে Order list এ নিয়ে যাবে সেখানে অর্ডারের সকল আপডেট দেখতে পারবেন। বিক্রেতার সাথে কথা বলতে পারবেন।
FAQ 1 : বাংলাদেশে সাধারণত কত দিনে পন্য আসে?
Answer : ২০ থেকে ৫০ কর্মদিবসের মধ্যে পেয়ে যাবেন।
FAQ 2 : ডেলিভারির জন্য কত চার্জ দিতে হয়?
Answer : আপনি যখন অর্ডার করবেন তখন সিলেক্ট করা পন্যের বিস্তারিত সেকশনে খেয়াল করবেন সেই পন্যটি বাংলাদেশে ফ্রি ডেলিভারি কি না? আমি বলবো আপনি সব সময় যেগুলো বাংলাদেশে ফ্রি ডেলিভারি সেগুলোই বাছাই করবেন৷ কারন এমনিতে স্থান ও মাধ্যম ভেদে চার্জ অনেক বড় হতে পারে। যদি ফ্রি ডেলিভারি ওয়ালা পন্য সিলেক্ট করেন তাহলে আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না ডেলিভারির চার্জ হিসেবে।
FAQ 3 : সময় মত পন্য না আসলে করনীয়?
Answer : আপনি যদি কোনো কারনে পন্য হাতে না পান তাহলে আপনি রিফান্ড পাবেন। যে কত টাকার পন্য অর্ডার করেছিলেন সে টাকাটাই ফেরত পাবেন। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আলিএক্সপ্রেস কাউকে ঠকাবে নাহ।
Aliexpress এ পেমেন্ট করবেন কিভাবে?
এটা একটা বড় প্রশ্ন সকল নিউ ইউজারদের কাছে কারন ইন্টারনেশনাল প্লাটফর্মে পেমেন্ট করতে হয় ডলার দিয়ে আর প্রয়োজন হয় মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড। তবে অনেকেই সেটা নেই। যার কারনে কেনাকাটায় আগ্রহ দেখায় না। তবে Aliexpress এ আপনি Webmoney এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। প্রশ্ন Webmoney কি? ছোট করে সহজ ভাষায় বলতে গেলে এটি অর্থ লেনদেনের একটা প্লাটফর্ম বাংলাদেশে যেমন বিকাশ, নগদ, রকেট তেমনই একটা প্লাটফর্ম। এখানে আপনি ডলার রাখতে পারবেন, খরচ করতে পারবেন, যুক্ত করতে পারবেন। এটি খোলা খুবই সহজ। কয়েকটি স্টেপ ফলো করলেই webmoney তে একাউন্ট খুলতে পারবেন।
তো যখন পেমেন্ট করতে যাবেন webmoney দিয়ে তখন আপনাকে লগিন করতে বলবে লগিন সফল ভাবে করা শেষ হলে অ্যাপ এর মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে। যেটা Aliexpress এ এসে সাবমিট করলেই আপনার পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে।
কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা
- আপনি যখন অর্ডার করবেন আর অর্ডার লিস্টে যাবেন তখন আপনার চোখ একটি লাল লাইন এর উপর পড়বে যেখানে লিখা থাকবে " confirm order received " আপনি ভুলেও হাতে পন্য আসার আগ অব্দি সেখানে ক্লিক করবেন নাহ। যদি করে ফেলেন তাহলে তারা ধরে নিবে আপনি অর্ডারটি পেয়ে গেছেন এবং সেটির প্রসেস বন্ধ করে দিবে৷ তবে যদি প্রোডাক্টি শিফট হয়ে যায়, তাহলে চান্স আছে পন্যটি হাতে পাবার। তবে রিস্ক নিয়ে কি লাভ? এর চেয়ে বরণ ক্লিক করা থেকে বিরত থাকুন।
- পন্য হাতে পেয়ে গেলে রিফান্ড এর জন্য আবেদন করে রাখবেন না। এটা একটি নেগেটিভ ইম্পেক্ট পড়তে পারে দেশীয় ইউজারদের জন্য।
- অ্যাপ দিয়ে একাধিক একাউন্ট ব্যবহার করতে চাইলে একটি একাউন্টে লগ আউট হওয়ার পর অ্যাপ ডাটা ক্লিয়ার করে ফেলুন। এছাড়া একটি ভালো প্রক্রিয়া হলো ক্লোন অ্যাপ বানিয়ে এক একটি অ্যাপে এক একটি একাউন্ট সেট করা। দেখুন কিভাবে ক্লোন অ্যাপ ( clone app ) বানাবেন।
- webmoney দিয়ে পেমেন্ট করতে ওয়েবমানিতে ডলার এড করতে হয়। যেকোনো পরিমানের ডলার একাউন্টে এড করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আমার ফেসবুক আইডি অথবা পেজে ম্যাসেজ করতে পারেন৷ এছাড়া অর্ডার সংক্রান্ত সমস্যার সমাধান এর জন্য পরামর্শ পেতে পারেন।
Post a Comment