দক্ষিন কোরিয়ার A Hard Day নাম ধারী মুভিটিতে শুর থেকে শেষ অব্দি টানটান উত্তেজনা ধরে রেখেছেন পরিচালক Seong hun kim সাথে দিয়েছেন ভরপুর সাস্পেন্স আর থ্রিলারের পার্ফেক্ট কম্বিনেশন।
A Hard Day মুভির সব চাইতে দারুন ব্যাপারটি হলো মুভি শুরুর মাত্র তিন মিনিটের মাথায় শুরু হয়ে যায় থ্রিল আর মুভির শেষ ১ মিনিটের মধ্যেও এমন কিছু ঘটে যা অবাক করার মত বিষয় আর এর মাঝে জাস্ট একটা ঘোরের মধ্যে কাটাতে হবে। সময় যাচ্ছে যাবে, তবে কখন কোথায় কিভাবে যাবে টের পাওয়া যাবে না কারন সম্পুর্ন মনোযোগ থাকবে মুভিটির উপরেই।
এ হার্ড ডে মুভি রিভিউ : প্লট
সরকারি বিভাগের গোয়েন্দা কো গুন সু ওরফে ডিটেকটিভ কো এর দূর্নীতি ধরা পরেছে জরিত ছিলো সিনিয়রাও, সেই রাতেই ডিটেকটিভ কো এর মা মারা গেছে, রাত করে ঝাচ্ছিলো মায়ের আন্তিম সৎকার করতে, হঠাৎই রাস্তার সামনে এসে পরে এক কুকুর, পাশ কাটিয়ে যেতে না যেতেই হয় এক্সিডেন্ট। রাস্তার ওপাশে পরে থাকে একটি ডেড বডি। ঝামেলায় জড়াতে নারাজ ডিটেকটিভ কো সিদ্ধান্ত নেয় লাশটি গুম করার৷ সেক্ষেত্রে বেছেও নিয়েছে এক অভিনব পদ্ধতি, পার্সোনালি আমি দেখে থ হয়ে গিয়েছিলাম যে, এটা কিভাবে কি করলো। যাই হোক, পরবর্তীতে এসব ঝামেলা শেষ করে যেইনা রিলেক্সে বসলো শুরু হয়ে গেলো আসল খেলা।
সব সাবধানতার মাঝে শেষ করলেও এক প্রাইভেট নাম্বার থেকে কল এসে জানান দেয় তার কৃতকর্মের কথা৷ শুরু করে ব্লাকমেইল, সাথে এমন কিছু দাবী যা সাধারণত কেউ চাইবে না। তবে কি সেই দাবি? কে মৃত্যু লোকটি আর কেই-বা সেই ব্লাকমেইলার? এরুপ আরো বহু প্রশ্নের মুখে পড়তে হবে আপনাকে। তবে এতো অল্প সময়ে এতো গুলো টুইস্ট রয়েছে যার ফলে চোখ সরাতে পারবেন না স্কিন থেকে। যদি মনে করে থাকেন সাধারণ ব্লাকমেইল টাইপ মুভি তাহলে বস আপনি কোরিয়ানদের চেনেন নি৷ কোরিয়ান ইন্ড্রাস্টি অন্য লেভেলে পৌঁছে গেছে।
এ হার্ড ডে মুভি রিভিউ : ভালো কিছু দিক
ট্রাস্ট মি, এই মুভির ভিলেনটাকে যে কি বলবো ভাষা পাচ্ছি না, তাকে বোমা দিয়ে উড়ালো, পানিতে চুবালো, এতো মার খেলো তাও যেনো বলবে " ব্যাস, এতোটুকুই? মজা পেলাম না তো.. " সত্যি যেই মুভিতে হিরোর থেকে ভিলেইনটা একটু হাটকে হয় সেই মুভিটাও এমনি এমনিই দারুন কিছু হয়ে যায়। সাথে প্রশংসা না করে পারছিনা নাইকা বিহীন এই মুভিতে নায়কের ( ডিটেকটিভ কো ) অভিনয় ছিলো দারুন, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন অভিনয়ে।
ভরপুর action পাবেন সাথে দারুন কিছু টুইস্টের মধ্য দিয়ে এমন থ্রিল যা দেখে একবার হলেও বলতে হবে oh shit !! তবে এর মাঝে একটু ইমোশনালও করে দিয়েছিলো, আসলে বলতে গেলে পার্ফেক্ট একটি প্যাকেজ ছিলো মুভিটা। সময় কাটাতে এটি প্রচন্ড পরিমানের উপভোগ্য।
এ হার্ড ডে মুভি রিভিউ : নামের সার্থকতা
নামের সার্থকতা মুভিতে রয়েছে, কারন প্রথম থেকে শেষ অব্দি ডিটেকটিভ কো এর কাছে কঠিন সময় হিসেবেই গন্য হয়েছে। তার পেক্ষিতেই হয়তো নামকরণ করা A Hard Day বিপদ কখন কার উপর কোথা থেকে আসে তা অজানাই আর সেই বিষয়টাও যেনো ফুটে উঠেছে এই মুভিতে। একটি পাপ ঠেকাতে আরেক পাপ, সেটা ঠেকাতে আরেকটা। ওই যে একটা প্রবাদ আছে না " পাপ ছাড়ে না বাপকেও " তবে শেষের টুইস্টটায় মনটা খুশিতে ওয়াও করতে ইচ্ছা করবে।
তো এই ছিলো A hard day (2014) মুভির রিভিউ, যত সম্ভব স্পয়লার না দিয়ে উপস্থাপনের চেষ্টা করেছি। এখানে প্রতিনিয়ত দারুন সব মুভির সাজেশন ও রিভিউ পাবেন বাংলাতে। তাই যুক্ত থাকুন SalimSpeaking ব্লগে ও ফেসবুকে প্রতিটি আপডেট সবার আগে পেতে।
Post a Comment